জানি, আমাকে একদিন সবাই যাবে ভুলে,
যেদিন আমি এই দুনিয়া ছেড়ে যাবো চলে।
সেদিন হয়তো কেউ আমার জন্য কাঁদবে না
কাঁদবে শুধু আমার ---ওই দুখিনী মা।
প্রবাহমান নদীর মতো ঝরাতে থাকবে চোখের জল,
যখন তার হারিয়ে যাবে চিরদিনের শেষ সম্বল।
আর শত শত স্মৃতি সন্ধ্যাদ্বীপের মতো থাকবে জ্বলে
শুধু থাকবে জলে, আমার মায়ের ভেজা আঁচলের তলে।
কত দিন কত রাত হয়তো না খেয়ে খেয়ে থাকবে
ক্লান্ত হয়ে হয়তো স্বপ্নের ঘোরে আমাকে নাম ধরে ডাকবে।
প্রহরে প্রহরে কেটে যাবে বেলা যখন বিকেল আসবে ঘুরে
ডাক নামটি ধরে কাউকে হয়তো ডাকবে চেনা --সেই সুরে।
বিকেল গড়িয়ে গেলে ঠিক সন্ধ্যা নেমে এলে
পিছু ধরে ডাকবে হয়তো কাউকে ছেলে ছেলে বলে।
জানি, আমাকে একদিন সবাই যাবে ভুলে
যেদিন আমি এই দুনিয়া ছেড়ে যাবো চলে ।
সেদিন হয়তো কেউ আমার জন্য কাঁদবে না
কাঁদবে শুধু আমার ---ওই দুখিনী মা ।