কে নিবি ভার আয়রে তোরা, কে নিবি ভার আয়,
'রইলো শেষে বাঁচা মরা' আজ বেলা যে যায় যায় ।
শক্ত হাড়ে ঘুন ধরেছে   যেতে হবে ডাক এসেছে,
শত মানা করলেও তুমি আজ আমি নিরুপায়,
                       সখা আজ আমি নিরুপায় ।
ধরার মাঝে মরণ বীনার আজ সুর যে বেজে যায়,
                       সখা আজ সুর যে বেজে যায় ।
কে নিবি ভার আয়রে তোরা, কে নিবি ভার আয় ।।


অন্তিম কালে ফুল ফুটেছে গন্ধ নেই ধরায়,
আজ যাবার বেলা পথ থামালে কি বা এসে যায় ।
বইতে যে আর পারছি না    ভার আমি আর নিচ্ছি না,
তাই নিভলে প্রদ্বীপ ফের জ্বালাতে আজ নেই কোনো উপায়,
                          সখা আজ নেই কোনো উপায় ।
মুক্ত করে দে রে তোরা , আজ মুক্ত কর আমায়,
                         সখা আজ মুক্ত কর আমায় ।
কে নিবি ভার আয়রে তোরা, কে নিবি ভার আয় ।।