নতুন যুগে নতুন সব ভেবে– পুরনোকে বাদ দিলে
নতুনের মাঝে পুরনোর খোঁজ, আর বা কেমনে মিলে।
নতুনের রঙ গাঢ় লাল বটে, পুরনোর রঙ ফিকে
চেতনার কাজে পুরনো তাই নতুন যুগে না টিকে !
পুরনোকে ফেলে নতুনকে তুলে জড়ালে তুমি গায়,
নতুনের মাঝে পুরনোকে খুঁজে বেলা শুধু বৃথা যায় !
তাই বলে কি পুরনোর রাজ পুরনো যুগেই শুধু ?
নতুনের মাঝে পুরানোকে হায় পাইনি তো আমি কভু।


নতুনের সাজ পরিনি তাই, আছি পুরনোর বেশে
দিন মাস সাল নতুন হলেও– যাইনি পুরনো ঘেঁষে।
পুরনোকে আজ রেখেই পাশে নতুনকে ঘরে তুলেছি
নতুন পুরনোর বন্ধু হয়ে বাহু দুখান খুলেছি।  
কেউ কেউ- রাখছে বা খোঁজ, কেউ বা দিচ্ছে ঠেলে,
পায়ে পায়ে দলে পুরনোকে ওরা, নতুনকে শুধু পেলে।
যারা পুরনোর খোঁজ রেখেছে আজো আমি তাদের পাশে,
তুমি আমাতে আমি তোমাতে মিশে আছি নিঃশ্বাসে।


পুরানোকে ভুলে– ব্যস্ত তোমরা নতুন নতুন কাজে!
'আরে, পুরানো ছিলো তাই আজ নতুন এসেছে, এই নতুনের মাঝে'।