বিদ্যার সাগর তুমি, তুমি বীনাপানি
আমার ডাক মাগো শুনো একটু খানি।
গ্রামের ছেলে আমি, নই আমি সীসা
ধন নেই তবু মাগো আছে উচ্চ আশা।
আজ এই প্রভাতে তোমায় আমি ডাকি
করজোড়ে ডাকছি মাগো মারছি না আমি ফাঁকি।
হালকা শীতের শেষে এলাম তোমার কাছে
চরনতলে চাইবো আমি যত উচ্চ আশা আছে।


ইচ্ছে আমার আমি হবো ওদের চেয়ে নামি
সব কিছুর দামির চেয়ে হতে চাই দামি ।
ইচ্ছে আমার, আমার কলম চিরদিন যেন চলে---
মুখের ভাষা মনের ভাষা ওই সদাই যেন বলে।
ইচ্ছে আমার প্রার্থনা মাগো ইচ্ছে আমার প্রান,
আর্শিবাদ দাও মাগো ইচ্ছের মতো হই যেন সমান ।
চরনতলে অঞ্জলী দিলাম মাগো, হলাম শরনাপন্য
তোমার আর্শিবাদে মাগো--- আমি হই যেন ধন্য ।