সেই কবে থেকেই তোমার চলার পথ শুরু ,
আজ অবধি.......!
তুমি হয়তো এখন শান্ত ,
ক্লান্ত তবুও যবনিকা ।
দিনের পর দিন পথ চলতে চলতে
তুমি এখন শেষ রজনীতে......


বাঙালির ঘরে ঘরে তোমাকে বিদায় দেওয়ার জন্য
আজ নবান্নের আয়োজন শুরু ।
ঘড়িতে বেশ আর কয়েকটা ঘন্টার ব্যবধান
তারপর, বিদায় ওগো একুশের রজনী! বিদায় ।


যদি তুমি কোনো দিন ফিরে এসে
আমার সামনে উপস্থিত হলে
আর আমায় ডেকে বললে ;
আমাকে তুমি আজো মনে রেখেছো কি !
আমায় ভুলে যাওনি তো !
তখন প্রত্তুতরে আমি বলবো ,
আমি যতই তোমায় জানাই না কেন
বিদায়, ওগো একুশের রজনী----
আমি ভুলিনি ! আমি ভুলিনি !
আমি লিখেছি তোমায় খাতার মাঝে
আমি আজো তোমায় ভুলিনি ।