নয় নয় নয়      হিংসা আর নয়
      হিংসাকে দূরে ঠেল ,
মুক্ত আকাশ       নীলাভ প্রকাশ
      ভালোবাসার পাখা মেলো ।


দিকেদিকে আজ    হিংসার রেয়াজ
      ছড়ালো কে চারিদিকে ,
বুঝেছি এবার      জীবন সবার
      হয়ে যেতে পারে ফিকে ।


ভালো বাসাবাসি,   যদি আরো কাছে আসি
         তবে হিংসা যাবেই দূরে
এ মন তবু         যাবে না তো কভু
         ফের হিংসার পথে ঘুরে ।


ভুবনের মাঝে     সকল কাজে
      আজ ভালোবাসা যদি থাকে ,
ওই চলার পথ   কভু হবে না রথ
      জীবনের নানা বাঁকে--।


জীবন দুয়ারে        দাও প্রিয়ারে --
     ধীরে ধীরে কাছে সরে ,
ভালোবাসা ছাড়া     বাঁচে না যারা
      তারে 'ভালোবাসা দাও ওরে' ।