মেঘের ঘরে চাঁদের বাসর
বৌ ভাতের পরে ,
পালঙ্কটা রাখি তবে
দো-তালারই ঘরে ।


চাঁদের ঘরে ব্যস্ত চাঁদি
নানান রকম কাজে ,
হাতে মাত্র কয়েক ঘণ্টা
আছে আর মাঝে ।


সন্ধ্যের আগে পৌঁচ্ছোতে তাই
আছে রীতি প্রথায় ,
যেতে হবে মেঘের ঘরে,
চাঁদ বা গেল কোথায় ?


খানিক বাদেই চাঁদ এল
ফিরে চাঁদির কাছে ,
দিনটা তখন আধায় শেষ
বাকি কি আর আছে !


বলল চাঁদি; কোথায় ছিলে !
এমন শুভ দিনে ,
শত রঙের ফুলের তোড়া
এনেছো কি কিনে !


বলল চাঁদ ; দেখ চাঁদি
আগেই বলে যাই
আলো ছাড়া দেওয়ার মতো
কিছুই আমার নাই ।


খুবই গরীব , জীবন আমার
অমাবস্যায় ভরা
পাবে না বুঝি তুমি হয়তো
পূর্নিমারই খরা ।


অনেক দেরি হলো এবার
চলো আমার সাথে ,
বাকিটা না হয় থাকবো দুজন
বাসর ঘরের রাতে ।