ঠিক একটি বছর বাদে
ফিরলো চাঁদি ঘরে ,
চাঁদি যে গর্ভবতী তা
জানলো সবাই পরে ।


জানলো মাসি জানলো পিসি
জানলো তারার দল ,
ফিসফিসিয়ে তারার দল
করলো কলকল ।


চাঁদি যখন পাঁচ মাসের
প্রসবিনী নারী--
শরীর থেকে দ্বিগুনে তার
পেট যে ছিল ভারী ।


পঁচিশ কেজি বাড়লো ওজন
আরো পাঁচ মাসে ,
তবুও তার খাওয়া দাওয়া
লেগেই আছে পাশে ।


দশ মাস দশ দিন
যেতেই না যেতে--
চাঁদের ঘরে ফুটলো ফুল
উঠল চাঁদ মেতে ।


লাগলো চাঁদের খুশির জোয়ার
লাগলো খাপে খাপ,
এক সাথেই হলো চাঁদ
তিন সন্তানের বাপ ।


একটি বছর আগে চাঁদ
একা একা ছিল
ভাবলো চাঁদ; চাঁদি এসে
আলোয় ভরিয়ে দিলো ।


দীন চাঁদ চাঁদির কাছে
হাজার ঋণে ঋণী
তাইতো আজো চাঁদের ঘরে
চাঁদির রিনিঝিনি ।