দূর থেকে দূরে         যায় বহু দূরে
    মেঘেদের ভেলা ভেসে ভেসে ,
আমি তারি পিছু         চোখ করে উচুঁ
     চলাচলি কোথা গিয়ে মেশে ।


থাকি এক কোণে        ভাবি মনে মনে
     ওদের কি শুধুই বয়ে চলা !
হাতে রেখে হাত        দিন কিবা রাত
    ভেসে চলে মেঘেদের ভেলা ।


আজ মেঘেদের ভেলা    করে না যে খেলা
      যায় চলে যায় বহু দূরে ,
যদি পাই কিছু         তাই পিছু পিছু
     যাই চলে , আমি ঘুরে ঘুরে ।

দেশ হতে দেশে     যাক্ না সে ভেসে
   তবু আমি রাখবো যে ধরে ,
এক বার ওরে       পাই যদি ঘরে
   রেখে দেবো পাশ-বালিসেই ভরে ।