আজ এই দিনের শেষে
সূয্যিমামা হেসে হেসে
         কোথায় চলে যায় ?
আবির রঙে রাঙিয়ে দিয়ে
সোনায় রাঙা আকাশ নিয়ে
         কোথায় হারিয়ে যায় ?


ঘুরতে দেখি দিন বেলাতে
এদিক থেকে ওই দিকেতে
         আবার কেমন আসে ?
পৃথিবীটা- অর্ধ গোলা
হয়তো আকাশ নয়তো খোলা;
          কেমনে আবার ভাসে ?


মা বলে; খোকারে---
তুই এতই বোকারে !
     আয় আমার কোলে ,
তুই যখন বড়ো হবি
জানতে পারবি তখন সবই
     কারে বা কি বলে !


প্রতিদিন তোর সূয্যিমামা
করে যে সোনা ওঠা-নামা
      আজও গেছে চলে ,
পরের দিন ভোরের বেলা
আবার হবে --ওর খেলা
       এখন চলে গেলে ।


খোকা তখন মাকে বলে ;
সূয্যির ঘরে যাবোই চলে
           দাওনা কিনে ঘুড়ি ,
সারাটাদিন ঘুড়ির সাথেই
সূয্যি হয়ে উঠোনটাতেই
          খেলবো লুকোচুরি ।