প্লুটো একদিন ভাবলো বসে;
নেপচুন না হয় আমার পাশে ,
কিন্তু-, এখন আসল কথা
"দেখতে কেমন পৃথিবীটা " ?


"তারই মধ্যে- কার বা বাস ?
পাইনি আজো তার আভাস" !
তাই একদিন নেপুর সাথে-
"প্লুটো এল পৃথিবীতে'' ।


একশো বছর লাগল তাদের
পূর্ণ হতে  আশা ওদের ।
অলস মন ভরিয়ে নিল-,
ধরায় যখন পা'টি দিলো ।


আফ্রিকার এক জঙ্গলেতে
নামলো তারা মধ্য রাতে
ভাবলো তারা- রাত্রি শেষে
সকাল হলেই যাবে দেশে ।


"এখন না হয় এই খানেতেই
রাতটা কাটাই দুইজনাতেই" ।



***আমার প্রিয় কবিদের জানিয়ে রাখি "প্লুটো এল পৃথিবীতে" ---এই কবিতাটি কয়েকটি পাটে বিভক্ত করার চেষ্টা করছি । কবিতাটির সম্পুর্নতা দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে , তাই এমন করতে হলো ।
কবিতাটি এখনো লেখা চলছে......।