ধীরে ধীরে বাড়লো তারা
জঙ্গল হতে শহরে ওরা ,
দেখতে পেল মাঠের মাঝে
কারা যেন ব্যস্ত কাজে ।


অবাক হয়ে দেখলো তারা
বলল তারা ওরা কারা ?
বলল প্লুটো; নেপু ভাই
ওদের পাশে চলো যাই ।


আরে আরে কি পাগলামি !
মি্ষ্টি সুরে ডাকলাম আমি;
এই যে মশাই দাঁড়ান একটু
বলুন না কথা একটু-আদটু...।


তোমরা কারা ? চিনলাম না
পাশে বা কে ? জানলাম না
কি বা নাম তোমাদের ?
বলুন খুলে এবার আমাদের !


আমরা থাকি মহাকাশটাতে
দেখতে এলাম , পৃথিবীটাতে ।