ওদের দিকেই আসছে কজন
প্লুটো নেপু দেখলো দুজন
হাতে তাদের বেতের ঝুড়ি
মাথায় আরো গোটা কুড়ি-


নিয়েই তারা আসছে দেখে
এ ওর পাছে লুকোতে থাকে
ভয়  তবু , জানার ইচ্ছে
মনের মধ্যে উঁকি দিচ্ছে ।


তাই দুজন দ্বিধা মনে
ডাকল আবার একজনে ।
সব জনা যে ছিলো নারী
তাই সবাই সরাসরি...


ওদের সামনে এসে দাঁড়ালো ,
আর গম্ভীর স্বরে বলতে লাগল
নির্জন পথে কেউ যে নেই
তোমরা কারা ? কি বা চাই ?


এ পথে আজো কেউ ডাকেনি
তোমাদের কভু আগে দেখিনি ,
তোমরা নও তো মাওবাদী !
নাকি তোমরা সন্ত্রাসবাদী ।


পরিচয়, ওদের দিল যখন
বিকেল গড়িয়ে সন্ধ্যে তখন ।