রাত্রি যখন মধ্যখানে
গড়িয়ে গেছে চাঁদ যেখানে
আরো অনেক জানতে থাকে !
নারীরা সব একে একে--


এই দুনিয়ায় একা থাকে ,
জীবন রঙের বাঁকে বাঁকে
নেই কেউ কাছে থাকার ,
জীবন তাই পুরোই বেকার  ।


নতুন করে ভোরের আলো
যখন আবার ফুটে উঠল--
প্লুটো নেপুর দয়ার দ্বারে
বলতে থাকে সব নারীরে-


আমরাও দুজন পাখা-পাখি
যতই থাকি, একাই থাকি ,
চলো তবে মোদের শহরে
মিলেই থাকবে আকাশ ঘরে ।


নারীরা ছিলো খুবই নিরুপায়
একটা না হয় এলো উপায় ,
তারা আবার কেমন করে
এই উপহার দেয় বা সরে ।


পুনরায় সেই বিধবা নারী
বলে উঠল সরাসরি--
আমরাও  তো একাই থাকি
জীবনটা না হয় পাশেই রাখি ।


তবে আর দেরি কিসে--
রেখেই হাত থাকি পাশে ।