'দেখো দেখো, --ওই ওগুলো'
নারীরা সব বলে উঠলো ;
প্লুটো নেপুও পাশেই ছিল
দাঁড়িয়ে সবাই বেশ দেখছিল ।


'কি সুন্দর এই দৃশ্যখানা'
বলল সবাই নাম না জানা-
রাস্তার মাঝে --ওই অচেনা !
করলো আমায় ফের দিবানা ।


ওগুলো কি? রাস্তার মাঝে !
সাদা কালো রঙের সাজে
রাঙিয়েছে যে কিছুটা পথ
সেইখানে গিয়ে থামায় রথ ।


গাড়ির চালক বা রিক্সাওয়ালা
যেই আসছে, দিচ্ছে তালা
যখন লালটি জ্বলে উঠে
সবাই থামে , যায়না ছুটে ।


ঠিক তখন , সেই ফাঁকে
মানুষ গুলোই চলতে থাকে...।
প্রশ্নটা যে সবার মনের
ঠিক এমনই , এই ধরনের ।


পাশ থেকেই আওয়াজ দিলো
"জেব্রাক্রসিং" এই যে এলো ।