অজানা শহর কলিকাতা--
তাকে নিয়েই অনেক কথা
জানলো সবই ধীরে ধীরে
দেখলো সবাই ঘুরেফিরে ।


জেব্রাক্রসিং অজানা ছিলো
এবার সবাই জানতে পারলো
যখন তারা একবার গেল ,
সবই নিয়ম শিখেই নিলো ।


উত্তর হতে দক্ষিনে তা
ধীরে ধীরে বাড়ালো পা ,
কখন রোদ কখন বৃষ্টি
ওদের দিকে নেইযে দৃষ্টি ।


ঘুরতে থাকে সারাটাদিন
দেখতে থাকে অজানা সিন্ ,
মনের কোণে ছোট্ট আশায়
ভরালো দুজন ভালোবাসায় ।


এমন দৃশ্য ওদের দেশে
কেউ দেখেনি হেসে হেসে
শূন্য যে তাই মনের কোণ
ভরালো যেন এক নিউটন ।


প্লুটো নেপু খুব যে খুশি
ফিরলো আবার মুখের হাসি ,
অপমানের ভার টা তখন
ঠিক কমেছে এক-দুইমণ ।


খোলা হেথায় বুকের দুয়ার...
আপন যে তাই প্লুটো সবার ।