একলা ফেলে যায় যে সরে
মানুষ তবু নিজের করে ,
শতের মধ্যে তিন বা চার
তা আবার নয় যে সবার ।


জীবনটাকে রঙেই বুনতে
সারাটাদিন ঘুরতে ঘুরতে
পথ মাঝারি যাযাবর--
পেল শেষে একটি ঘর ।


যখন সবাই আসলো পরে
ঋতম নামের গরিব ঘরে ,
তখন সবাই খুবই ক্লান্ত
ঘরে ফিরেই-- হলো জ্যান্ত ।


আসা তাদের নতুন শ'রে
রাত্রি কাটে ঋতের ঘরে ,
সকাল বেলা উঠেই আবার
পথ দেখে নেয় ঘুরতে যাবার ।


ঢাক ঢোল ঘণ্টা বেজে
সঙ্গে নিলো ঋতম কে যে ,
সঙ্গী হলো গরিব ঋতম
চলতে লাগল সবার প্রথম ।


ঋতম না-কি খুশি সবার !
সব দেখাবে ঋতম এবার ।