ঋতম যখন ছবির দিকে
ভঙ্গিমাতে আঙ্গুল টিকে
তুলে ধরেই দেখায় ওদের ,
'মহান কবি এই আমাদের' ।


নারীরা সবাই জানতো সবি
ইনি যে সবার বিশ্ব কবি ,
আমরা নাকি সবাই লাকি !
প্লুটো নেপুও জানতো না কি ।


বলতে লাগে ঋতের কাছে;
লোকটি আমার দেশে আছে ,
আর যাকে  বলছো তুমি
বিশ্ব সেরা ! অন্তরযামী !


তিনি আর কেউ নন
আমাদের এক জনগণ ,
চার হাত ঠিক লম্বায়--
'বাপু' বলেই ডাকেন সবায় ।


কাজ করেন রাজার দেশে
সবাই তাই ভালোবাসে ,
দেড়শো বছর আগেই দেশে
এসেছিলেন উনি হেসে হেসে ।


এখনোও ঠিক আগের মতই
বয়স উনার বাড়ুক যতই ,
রাজার দেশে নিজেই নিজে
জানি না , লিখেন কি যে !


ভাগ্যিস ঋতম পাশেই ছিলো
তাইতো সবাই জানতে পেল !