হাল ছাড়া যাবেনা আর
প্লুটো নেপুর মন ভোলার ,
উপায় এবার বের করি
আর নয় , ঋতম তাড়াতাড়ি !


ঋতম নিজেই নিজেকে বলল
মনটা আরো শক্ত করল ,
সব কিছুই ফেলে শেষেই--
যাবো একদিন রবির দেশেই !


ভাঙ্গুক না হয় যতই প্রথা
বলবো আমি মনের কথা
তার সাথেই দেবো ইনাম !
সবার আগে করবো প্রণাম ।


তাই ঋতম তাড়াতাড়ি যে
উঠল আবার সেজে-গুঁজে ,
মন ভোলাতে প্লুটো নেপুর
মানছে না তাই রৌদ্র দুপুর ।


এবার ঋতম পা বাড়ালো... ,
পুবের সূর্য্য পশ্চিমে গড়ালো ,
তবুও ঋতম থামে না যে
হাঁপিয়ে পড়ে মাঝে মাঝে ।


ইচ্ছে শুধু , যাবে সে---
একবার মাত্র রবির দেশে ।