দিন রাত্রির ঠিক মাঝে
সময় তখন বারোটা বাজে ,
ঋতম তখনোও রবির দেশে
এক্কে-বারেই ছিলো ঘেঁষে ।


হঠাত করেই ফেরলো শেষে
বলল তাদের হেসে হেসে
চলি এবার , নতুন যাগা
যেই খানেতেই হৃদয় লাগা -- ,


সর্ব লোকের আনা গোনা
সোনার চাইতে দামি সোনা
'সে আমার, অমর ভূমি
চরণ তাহার শুধুই চুমি' ।


জানিনা তো ! যখন তার
নামটি মনে আসে আমার
তখন প্রাণের রাহু কেতু
সুবাস ছড়ায় , "বিদ্যা-সেতু" ।


সে আমার, অমর ভূমি
চরণ তাহার শুধুই চুমি ,
চলো তবে সবাই মিলে
খুশি'র সাথে হেলে দুলে ।


ধীরে ধীরে চলল সেথায়--
অমর ভূমি ছিলো যেথায়  ।