'কবিতা কথা বলে'কবিদের আড়ালে ,
কত কথা শোনা যায় পাশে এসে দাঁড়ালে ।


হাত দুটি দিলে না কি কবিতার পাছেতে !
কবিতাই মেতে যায় তা-থৈ নাচেতে ।
মন চলে-- যায় সেথা মনেরি খোঁজেতে
দু-বেলা সুখে-দুখে কবিদের বোঝাতে !
ওই বেলা খাতা মাঝে ঘুরে ফেরে তারারা ,
কখনো বা নেমে আসে আকাশের পরীরা ।
কখনো বা পাঠকের মন জয় করাতে
কবিতাই নেচে যায় কবিদের ধরাতে ।


কবিতাই কবিদের খুনে রাঙা সৃষ্টি ,
কখনো বা শ্রাবনের ঝিরিঝিরে বৃষ্টি ।


সারাদিন সারারাত জেগে জেগে লিখে যায় ,
পাশে কেউ দাঁড়ালে কবি সব ফিরে পায় ।
পেন দিয়ে লিখে চলে কত কথা কবিযে---
মুখ দিয়ে বলে না তো- বোঝা যায় সবিযে ।।