ঋতম যখন জানতে পারে
যেতে হবে --ওই ওপারে ,
তখন ঋতম বলতে লাগে
এত জলদি কিসের লাগ্গে !


এখন নয় ! আরো আছে--
এই যে দেখছেন খুবই কাছে ,
এপার বাংলার ঠিক ওপারে
ওই নদীটির ঠিক ওধারে---।


অজানা তবু জানার চেষ্টা
দিন-দিনকে বাড়চ্ছে তেষ্টা,
সময় বুঝি এইতো এল,
হৃদয়টা আরো শুন্যে মেল ।


"বাংলাদেশ" নামটি তাহার
সোনালি রুপের রুপালি বাহার ,
সবুজে ঢাকা স্বর্ণের দেশ
চলি তবে , করি প্রবেশ !


প্লুটো নেপু ভাবলো বসে
কোমর-টাকে আরো কোষে ,
'যাবো-তো একদিন নিজের ঘরে-
চার পাঁচ দিন না হয় পরে' !


গুটি গুটি এগিয়ে চলে
পা-দুখানা ভিজিয়ে জলে--- ।