কুঁড়ে ঘর লাউয়ের চালা
অপরুপা , ঘরাণি বালা
শঙ্খধ্বণির তিন ধ্বণিতেই
বেরিয়ে এল , ফুল ফেলিতেই--


পায়ের নীচে ফুলের রাশি-
অপরুপার নিজের মাসি
ঘর হতেই বেরিয়ে এল,
বালা-টারে ডাক দিল ।


কে রে খুকি সাঁঝের বেলা ,
হাতে কেন  বরণ ডালা !
এরা  কারা এত জনা !
লাগছে ভারি খুব অচেনা ।


এবার বালা বলতে লাগে;
আমি দেখিনি এদের আগে ,
এইতো প্রথম এসেছে এরা
বলো বাপু , তোমরা কারা ?


আমরা দুজন প্লুটো নেপু ,
পাশে আমার যন্ত্র ভেঁপু
পাড়ি এতে মহাকাশ থেকে
চিনো না তোমরা, এদেরও কে !


জন্মুর বাসি --এই নারীরা
অমর সঙ্গী এই পরীরা ,
এইযে ঋতম, কলকাত্তা বাড়ি
সবার খুশি --এই খিলাড়ি ।


মনটা সবার ভরাই ছিল -
আরো পাওয়ার তাগিদ এল
সেই আশাতে বাংলাদেশেই ,
বলতে লাগে হেসে হেসেই --।


' বসো বসো , আসন পাতা
পরেই শুনবো অনেক কথা ' ।