মা, বল আমায় বল
আমার, এত অপরাধ সহ্য করেই
   তুই কেমনে পাতিস কোল ?
   তুই কেমনে মাতিস্ আমায় ঘিরে
        তুই কেমনে সাজাস্ মাহল ?
বল মা বল,
তোর, কোলের আদর কেমন করে
আমায় দোল দিয়ে যায় ,বল !


মা, আমার লাগ্গে ফেলিস না আর
      আপন চোখের জল,
ভেজাস্ না আর গোপন করে
      আপন শাড়ির আঁচল,
তুই, এমনই করেই থাক না মা,
    রাখ না করে আগল ।


মা, জানি আমি তোকেই ছাড়া
   হবোই হবো পাগল ।
তবে তুই, বল মা আমায় বল---
তোর, কোলের আদর কেমন করে
আমায় দোল দিয়ে যায় ,বল !


বল মা বল !
তুই কেমন করে ভুলেই যাস্
   --ওই শত দুঃখের দল
তুই, কেমন করে নিভিয়ে নিস্
     ওই হাসি কান্নার রোল ।
তবে কি তোদের গোলোকে কভু
        আসবে না বদল ।
বল মা বল ।


একদিন তুই দেখিস মা ---
    তোর জন্যই জানবে আমায় লোকে,
বলবে লোকে কি না দুঃখে –এই ভূ-লোকেই
     মা তোর আপন করেছে তোকে ।


তাইতো বলি, বল মা আমায় বল,
তোর, কোলের আদর কেমন করে
আমায় দোল দিয়ে যায় ,বল !