সেই দীর্ঘ তেইশটা বছর ধরে ধমকানির রেয়াজ,
আজকের রাতটাও তাই ।
নিরুপায় –এজীবন ।
সুনামের চেয়ে ইনামের জরুরত বেশি ,
আমার কর্মের ফল  আমার জানা ।
তবুও কি আমার ক্ষেত্রেই শুধু…… ,
আর না !
মনটাকে এদিকে-ওদিকে বৃথা না চালিয়ে
রাখা যাক্ এক কোণে ।
শিবু পথিক ভাবলো মনে মনে ।


সকাল সকাল নানান পাখির ডাক
শুনতে শুনতে পড়ল, কুমোরটুলির বাঁক ।
সেই বাঁকেতেই রমার চায়ের দোকান
শিবু , এক কাপ চায়ে ভরালো আপন প্রাণ ।
ঠিক তখন ডাক এল --
'ওর মায়ের অসুখটা আরো বেড়ে গেছে'
রুমি এসেই খবর দিলো ।
শিবু পথিক মাথা থেকে খুললো নিজের গামছা
ফেললো ঘাড়ে , আর চলল নিজের ঘরে...।।



(চলবে আরো)