হে ঈশ্বর , হে প্রভু— আমার কথা ছাড়ো
এ তোমার সন্তান , তো একটু সুখতো দিতে পারো ।
বেচারা নিরুপায় ,
মা বাবার আদর ছাড়া আর কি কিছু পায় !
তবু এমনি করেই নয়'টা বছর গেল
এল শরত , তুমি এলে-
তবে তোমার মেয়ে রুমি কি পেল ?
চারিদিকে ধূনোচির নাচ আর ঢাকের বাদ্য
মা , তোমার মেয়ের নেই কোনো খাদ্য ,
ও এখনোও যে উপোস
তবে ,ও তোমার চরণাঞ্জলি দেবার জন্য নয় ।
তুমিতো সবই জানো ,
তবে তুমি চুপ কেন ?
  
বেলা গড়িয়ে দুুপুর হল ,
শিবু এখনও বসে রইল ।
মেয়েটা তার মধ্যহ্ণের আয়োজনে ব্যস্ত
চালটাও সামান্য , দুইয়ের মান
আর গতকালের কয়েকটা আলু ,
কিন্তুু......... ,
তবে , ওতেই পার হবে শিবু পথিকের দুপুর ।



(চলবে আরো)