ঘুম নেই চোখে
তবু , ঘুমোতে হবে ।
ঘরের মধ্যে , হালকা প্রদীপের আলোয়-
দেখা যাচ্ছে , চিরসঙ্গীনির মুখ ।
কপালে হাত দিয়ে দেখলুম--
একটুখানি জ্বর কমেছে ,
পোড়ামুখি ! জীবনভোর শুধুই দুঃখই পেল ।
তবুও , ওর---
শ্রদ্ধা ও ভালোবাসা চিরজীবন পেয়ে গেলাম ।
দেখেছি মোমের জমাট বাঁধা ,
কিন্তু , মোমের দহন দেখিনি একমাত্র
শকুন্তলার কাছে ।
ভাগ করে নিয়েছে হাজার ব্যথা
তা মেয়ের কিংবা আমার  ।
সবই পোড়া কপাল ।


পাশ উল্টাতেই--
পাহারা দারের হুইসেল বেজে উঠল ,
রাত দশটা ।
প্রদীপটাও নিভতে আর বেশি দেরি নেই এখন ,
আর দুইটি ঘণ্টা  ।
যাক্  !  ঘুমাই এখন ।
না হলে...।



(আরো চলবে)