চোখের পাতা সবেই বন্ধ
হালকা ঘুমের আভাস ,
হঠাত রুমির ডাক--
বাবা , ওঠো  ওঠো ।
তড়বড় করে উঠে পড়ল শিবু ।
মাথার কাছে রাখা গামছাখানা রাখলো কাঁধে ,
একহাতে হ্যারিকেনটা নিলো
আর একহাতে লাঠি ।


চলল শিবু পথিক , ময়ূরখোলা গ্রামে ।
তিন কিমির পথ ,
আর অনিদ্রার জ্বালা , তার থেকেও-
পেটের জ্বালা অসীম ।
তবুও , চলছে শিবু পথিক
তিনটি টাকার আশায় ।


গ্রামে প্রবেশ
--ওই যে , দেখা যাচ্ছে
দুয়ারে রাখা , বোঝাই বস্তাখানা ।
আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এল
ষণ্ডামার্কা এক ছেলে । আর বলল;
মনে আছেতো তোর , পথিক--
কেউ যেন টেরটা না পায় ।
ধর্ , কিন্তু ...... ,
সোজা শান্তির দোকান ।


(চলবে আরো)