চারিদিকে আজ-
নানান পাখির নানান ডাক
আর, ফুটেছে ভোরে ফুলের কলি ,
বকসিসের টাকায় কিনবে শিবু
ভরবে শিবু নিজের ঝোলি  ।
বেশ আনন্দে শিবু যে তাই-
চলতে লাগলো দ্রুত পায় ,
-এসেছে বাজার শুক্রবারে
খুশির আভাস লেগেছে তায় ।


ভাবলো শিবু , এখন থাক
ফেরার পথে কিনবো এটা ,
বহুদিন পর বাজারে এলাম-
ঘুরেই দেখিনা বাজার গোটা ।
বেশতো ! আজ বাজারখানা
সেজেছে -খুবই নতুন রুপে ,
ভয় বা কিসে , বকসিস্ কাছে
থাকবো না আজ চুপে চুপে ।


তাই- শিবুর মাথায় ছিল
কিনবে আগে মেয়ের জুতো,
তারপর না হয় অন্যকিছু
মনে যা আছে , রীতিমতো  ।
রামু মুচি –এই বাজার সেরা
লোকের ভিড় অনবরত ,
তাই শিবু গেল সেথায়-
বলল রামু দেখাতো জুতো ।


পছন্দ মতো কিনলো জুতো
মেয়ে যেন খুব খুশি হয়
বলল রামু , দু'টাকা দিস্
করিস্ না আজ অভিনয় ।
শিবু একটু মুচকি হেসেই
বলল; আচ্ছা রামু এই নে ,
এই বলেই গামছা থেকে
বের করবে মাইনে   ।


হঠাত-
মাথায় হাত...।



(চলবে আরো)