বাড়ির উঠোন ,সামনে মেয়ে , পাশেই শিবুর বউ
তাকিয়ে আছে সামিন পথেই  পেটে খিদের ঢেউ ।
রাতটা গেছে উপোস থেকে শুধুই ভোরের আশায়
অপেক্ষাতেই শিবুর মেয়ে, ফিরবে কখন বাসায় !
যখন দেখে দুই জনাই শিবুর খালি হাত--
বুঝেই নেয় আজও তাদের জুটবে না আর ভাত ।
এ তো আর নতুন নয় মেয়ে বউ-র কাছে
উপোস থাকা শিবুর ঘরে ভাগ্যে লেখা আছে।


ঘরেই প্রবেশ, চোখ ছলাছল মেয়ে বউ দেখে
বসলো শিবু , উঠোনদোরে গামছাখানা রেখে ।
হাফ ছেড়েই বাঁচলো শিবু , শরীরে নেই বল
বলল শিবু; আন না কেউ একটি গ্লাস জল।
মেয়েটা তাহার এক ছুটেতে ঢুকলো নিজের ঘরে
আনলো ধরে এক নিমেষেই , এক ঘটিজল ভরে ।
পানের পর মেয়েটা তাহার বলেই ফেলে শেষে ,
বাবা তোমার খালি হাত ! কেন এমন ভেসে !
মেয়ের এমন করুন বুলি শুনেই শিবু পথিক
বলবে কি মেয়েকে তাহার , বুঝতে পারেনি সঠিক ।
মনস্থির করল শেষে শুনুক না মেয়ে বউ
জানবে জানুক, আপন ছাড়া জানবে না আর কেউ ।
তাই শিবু গড়গড়িয়ে বলল পথের কথা--
আশা পুরণ হয়নি আজও , ছিলাম , আছি যেথা ।


বউ তাহার শোনার পর বলেই ফেলে শেষে
আচ্ছা আমি আসছি এখন , আরাম করো বসে...।


( চলবে আরো )