সকাল বেলা রবির আলো করছে যখন খেলা
ভালো লাগার আলতো ছোঁয়া দিচ্ছে তখন দোলা ,
বাপ মেয়ের উঠোন খানায় এমন বসা দেখে
হয়তো বুঝি , রবির আলো এমন আশাই রাখে ।
পাতার ফাঁকে আলোর ছটা যখন পড়ে মুখে
মেয়েটা তাহার জানেনা কখন ঘুমিয়ে পড়েছে সুখে ।
হয়তো তাহার নেই খিদে , ভুলেই গেছে হয়তো ,
খিদেরা বুঝি নিয়েছি ছুটি , চুপি সারেই নয়তো !
আবোল-তাবোল ভাবনা যত আসছে শিবুর মনে
তবুও শিবু , আছেই রত প্রতি ক্ষণে ক্ষণে...।
কখন তাহার ফিরবে বউ ,যাচ্ছে বেলা বয়ে
কোথায় গেল এত দেরি ! কোথায় গেল রয়ে ।
মনের মাঝে যখন শিবুর এমন মনে হল
তখন হঠাত চাউনি-খানা পথের মাঝে গেল ।
দেখতে পেল পথের মাঝে পাড়ার ক'টা ছেলে
খেলছে নিয়ে কুকুর ছানা , ফেলছে ' জলে-তেলে ' ।
দেখেই শিবু তাদের এমন গলদ দৃশ্য খানা
সজোরেতে আওয়াজ করেই করলো তাদের মানা ।
এবার শিবুর এমন ব্যপার সবাই এখন জানে
নিজের হাতে নিজের ঘরেই ওকেই তুলে আনে ।
ভাবলো শিবু; ' ওরও বুঝি নেই হয়তো কেউ
আজ থেকে ও এখন  আমার সাথেই রওউ ' ।


বউ ফিরেই ঘরে তখন , ব্যস্ত রান্না ঘরেই ,
সবার হল মধ্যহ্ণ ভোজ  কিছুক্ষনই পরেই ।।



( চলবে আরো )