শিবুর ঘরের দরজাখানা একটু আছে খুলে
সবাই তখন ঘুমেই মগ্ন , বলতে গেলে চলে ।
পাশেই তাহার ছোট্ট মেয়ে, হালকা চাদর গায়ে
আর একেতে কুকুর ছানা , জড়িয়ে শিবু ভায়ে  ।
বউটা তাহার মাথার কাছে , একটু আছে দূরেই
ঘুমিয়ে আছে নিজের মত দেওয়াল দিকে ঘুরেই ।
খানিক বাদেই , কুকুরছানা ঘুম থেকে উঠেই
হালকা খোলা দরজা দিয়ে, পালিয়ে গেল ছুটেই...।


শিবুর যখন ঘুমটা ভাঙ্গে দেখতে পায় শেষে
পাশেই তাহার নেইকো কুকুর । 'একলা রইল বসে' ,
ভাবতে লাগে; ' পাড়ার ছেলে আবার নাকি এসে-
চুপিসারেই নিয়েই গেছে । কোন সে ছদ্ম বেসে ' !


তরতরিয়ে উঠেই শিবু বেরিয়ে গেল পথে
যাওয়ার সময় নিল শিবু সঙ্গীটাকে সাথে ।
ভাবতে লাগে , আবার যদি পাই ওদের হাতে
আঙ্গুলগুলো ভেঙ্গেই দেবো! না আসে আর যাতে ।
এদিক-ওদিক দেখতে দেখতে , দেখতে পেল শেষে-
মায়ের ভালোবাসার মাঝে আছেই পাশে বসে ।


মনটা শিবুর ভরিয়ে যায় এমন আদর দেখে
খুশি মনে ঘরেই ফেরে , কুকুর ছানাকে রেখে ।



( চলবে আরো )