দুপুর গড়িয়ে বিকেল হল
শিবু পথিক আর না ঘুমিয়ে বসেই রইলো ।
শকুন্তলা এখনোও ঘুমাচ্ছে শিবুর পাশে
বিকেল আর গোধূলীর প্রতীক্ষার অবকাশে  ।
ঘুম থেকে উঠেই মেয়েটা তাহার-
খেলতে গেল বাহার ,
পাড়ার ছেলেরা জুটেছে খেলার মাঠে
কতজনা চলাচলে ব্যস্ত রাস্তা ঘাটে ।
দেখতে দেখতে-
সূর্য্যি গেল মাঠের পারে ডুবতে ।
পাখিরা ফিরেছে নীড়ে
নানান আনাগোনার ভীড়ে  ।
সন্ধ্যা নামে শিবুর উঠোনে
শিবু রত তাই প্রতি ক্ষনে ক্ষনে--
সকাল হবার আশায় ,
কাটছে প্রহর, কাটছে প্রত্যাশায়...।
এই বেদনা ভরা বাসায়-
শিবু হাসে, বেদনা তাকে হাসায়  ।



(চলবে আরো)