ধীরে ধীরে বাড়ছে বয়স শিবুর
শিবুর উপর পড়েনি ছায়া আজও কোনো প্রভুর ।
দৈনিক দৈন্য বেড়েই চলেছে, আজও শিবুর ঘরে-
থেকেছে অনেক রাত , থাকে যারা আজও নিশাচরে  ।
' গরীবের ঘরেই দুঃখের হাজার বাস,
গরীবরা তাই আজও ধ্বনীদের পরিহাস ' ।
তাই শিবু আজও ওদেরই পথের পথিক-
ভুল হলেও হাজার শিবুর আজও সবই সঠিক ।
সূর্য্য যেমন অস্তে গেলেই আধার ঘনায় ,
বিশ্ব মাঝে এখনো আছে  কোণায় কোণায়
যারা পায়না খেতে  , যাদের থাকার নেই স্থান
তারা আজও গেয়ে চলে জীবনেরই জয়গান ।
যেমন চলছে , আজও  শিবু পথিক--  
নিধি কিংবা শান্তির কাছে  গরীবরা আজও  প্রতীক ,
ইতিহাসের পাতায় পাতায় , সমাজের নানান দিকে
শিবুর মতো না থাকলে সব কিছুই থাকবে ফিকে ।



( চলবে আরো )