হঠাত শিবু দেখতে পেল  চাটুমণির পথে-
আসছে তেড়েই নিধি ডাক্তার জানে শিবু কোথে !


নিধি ডাক্তার এল সোজা , শিবুর ঘরের দিকে
শিবুর করুন চাউনি দেখেই হয়েই গেল ফিকে !
শান্ত ভাবে বসা শিবু দেখেই তাকে দাঁড়ায় ,
তাকতাকানি চারিদিকে, এমনকি তার পাড়ায়
গিরিশ বাবু যদি তাকে -এখন দেখে ফেলে !
তাইতো সে- সতর্কতে একটু ছিল হেলে ।
শিবু যখন করবে কি, ভাবছে মনে মনে
নিধি তখন রেগেই গেছে শিবুর আচরনে ।
বলল পথিক, শান্ত মনেই করেই মাথা নত
শুধিয়ে দিবো পাঁচটি দিনেই আছে ধার যত  ।
ছিল যত কাল রাতেই -শুণ্য হয়েছে হাত
কালকে দিবো দুইটি টাকা, আজকে গেলেই রাত ।
কাল কাল করেই আমি শুধিয়ে দেবো সব
বলেই শিবু এক্কে বারে হয়ে গেল নীরব  ।


শুনেই নিধি নীচু স্বরেই বলল শিবুকে ;-
যাস্ না ভুলে আবার তুই, এই নিধিকে  ।



( চলবে আর )