খুশির ছোঁয়া অনেক পরেই লেগে ছিল গায়
নিধির আবার ধমকানিতে আবার হ্রাস পায় ।

বাহুবলে দিন-ই চলে , দীন পড়ে রয়,
অভাবের অনাটনে  নেই তার ভয়  ।
দিন যায় দীনতায় , রাত ফের ফেরে-
শিবু তবু কোনোদিন যায় নি কো হেরে ।    
শিবু তবু জানতো , বাঁচবার পথ-,
আছে উপায় হয়ে যাবে সব ধার শোধ !
    
খানিক বাদেই বেরিয়ে পড়ে গাঁয়ের পথের দিকে-
স্থির করে রিক্সা চালিয়ে দুর করবে ফিকে  ।
তাই সে গাঁয়ের মোড়ল ভীমের কাছে গেল
ভালো দেখেই ঠিকের রিক্সা ঠিকেয় নিয়ে নিলো  ।
সকাল থেকে হোক না রাত, জীবন থাকবে যুক্ত
করতে চায় সবই শোধ- , হতেই চায় মুক্ত !
কথা হল, প্রতিনিয়ত একটি টাকার দরে-
আগে দেবে ভীমের কাছে, রিক্সা নেবে পরে ।
তাই শিবু দিয়ে-ই টাকা, রিক্সা নিলো হাতে
দাঁড়িয়ে রইল ময়ূরখোলায়, পয়সা আসে যাতে  ।



( চলবে আর )