সুর্য্য তখন মাথার থেকে একটু গেছে হেলে-,
দীর্ঘশ্বাস ফেরবে শিবুর এখান থেকে গেলে... ।


এদিকে ফের অপেক্ষাতেই , বউ আর মেয়ে
ইতস্তত দুই-জনাই  দেখতে না পেয়ে ,
সকাল থেকে প্রতীক্ষাতেই, এখন হল দুপুর
দুইজনারি পেটের মধ্যে বাজছে খিদার নুপুর  ।
বউটা তাহার যখন ভাবে, কো'থায় বা গেল !
তখন শুকু পথের মাঝে হঠাত দেখতে পেল ।
এমন শুকু আগে কভু, দেখেনি খুশির ছায়া -
ভাবল শুকু হয়তো এবার পড়েছে প্রভুর মায়া ।
ওঠের নীচের আলতো হাসি, দেখেই শুকু ওড়ে
মনটা করে উড়ু উড়ু , আবার প্রেমে পড়ে  ।
ভাবতে লাগে, আহা! আমার- ওগো মনের প্রিয়া
ফিরিয়ে দিলে আমায় তুমি, আবার দোলা দিয়া...।
শিবু এসেই ডাক দিল, ভাঙলো প্রেমের চাক,
আরে শুকু হল অনেক , আর নয় , থাক !
বুড়ো বয়সে প্রেমের রঙে ভাসছ কোথায় শুনি !
বাড়ো বাড়ো , কি রেধেছো খাবো যে এক্ষুনি !


তিন জনাই , মনানন্দে সুখের খাবার খেয়ে - ,
শুতে গেল সবাই মিলে, সবাই সবারে নিয়ে...।



( চলবে আরো )