পুরোনো রীতি আছে শিবুর , জলদি খেয়ে-ই ঘুম
আবার উঠে যাবেই কাজে রাত্রি যখন নিঝুম -- !
কাল বিলম্ব না করেই, শিবু যে তাই-
খাবার পরেই ঘুমিয়ে পড়ে আবার -প্রথা মতই ।


কালকের রাত পার করেছে, আজকে সকাল আবার
শান্তির থেকে ফিরেই এসে খেয়েই দুটো খাবার -
বেরিয়ে পড়ে আম্রছায়ার নিরোবতারই ভীড়ে ,
যেখানেতে সন্ধ্যা হলেই পাখিরা ফিরত নীড়ে ।
যেখানেতে-ই সারাটাদিন , প্রতীক্ষার পলে পলে-
কাটতো প্রহর মাঠের পারেই সুর্য্যি নেমে গেলে  ।
আজকে তাই গুনছে প্রহর আসবে কখন প্রভু
পথের মাঝে একলা তাই দাঁড়িয়ে আছে শিবু ।
খানিক বাদেই, কালকের সেই প্রভুরুপি এসেই-
ডাকটা দেয় চেনা সুরেই , আলতো একটু হেসেই  ।


পথের পথিক আবার হল , শিবু পথিকের আজ
পরাতে চায়, না কি শুনি ! মতিঝিলের তাজ ।
যাত্রীর নাম নীঝরকান্তি, ব্যবসায়ি নামে ক্ষ্যত
গরিবদেরই সাহায্য করায় থাকেন অবিরত...।
ডাক নামেই আছে ক্ষ্যতি আরো চারটি গাঁ-
সাহায্য করেন, তার- সাহায্যে নেইতো নমুনা  ।
আজকে তাই একদিকেতে শিবুর আচরনে
ভবিষ্যতেরই ছাপ-ই আঁকে নীঝর মনে মনে   ।



( চলবে আরে )