আর না এবার আসো ফিরে-
কোমলতায়- ধীরে ধীরে ... ।


যেখানে আছে পাহাড়ের ফুল
নেই যেখানে- বোঝার ভুল ।
যেখানে রাতের পর রাত
হয় না- কখনোও প্রভাত ।
যেখানে শুধু- স্বপ্ন আর স্বপ্ন
যা দেখেনি কেউ কখনো ।
যেখানে দুঃখুকেরা শুধুই হাসে,
যেখানে আঁধার ঘনায় পিলো’র পাশে ।
আসো সেখানে আবার ফিরে-
কোমলতায়- ধীরে ধীরে  ।।


যেখানে শূণ্যতা- বারো মাস
আছে যেখানে অহিসাবি বিশ্বাস ,
যেখানে আজও- লেখিকারা
কবিতার পাশে দেয় পাহারা ।
যেখানে মিলায় লেখকের দল
সময়ের সাথে- প্রতিটি পল  ।
যেখানেই- চাঁদির রিনিঝিনি !
যেখানে শিবুর পাশেই বিনি ।
আসো সেখানে আবার ফিরে-
কোমলতায়- ধীরে ধীরে  ।।