আজ মনের কোণে- দাঁড়িয়ে আছি আমি যেখানে,
যেখানে ঝরণা ঝরে ঝির ঝির , আমি সেখানে-
গোসল করি ক্ষনে ক্ষনে- ।
আমি যেখানে-
পাহাড় ভাসে নদীর বানে , আমি সেখানে -
দাঁড়িয়ে থাকি , -তোর বারনে !


আজ মনের কোণে – হারিয়ে থাকি আমি যেখানে,
যেখানে হরিণ মাখে সবুজের ঘ্রাণ , আমি সেখানে-
গল্প করি ক্ষনে ক্ষনে- ।
আমি যেখানে-
হরিয়াল থাকে আমার বাগানে, আমি সেখানে-
দাঁড়িয়ে থাকি, -তোর বারনে !


আমি সেখানে-
দাঁড়িয়ে আছি আমি যেখানে !