আমি যেখানে থমকে যাই নিজের মত করে
আমি যেখানে বদলে যাই তোমার মত করে,
সেইখানেতেই- কেন জানিনা, যাইযে সরে সরে ।
যেখানেতে ওড়ে তোমার – কালো বেনির চুল
সেইখানেতেই  হঠাত আমি -আবার করি ভুল ।
ভাবতে লাগি মনে মনে- এ কোন রঙের খেলা !
যেখানেতে- কাটে আমার সারা সারা বেলা ।


হারাই আবার সেইখানেতে-, কাজলা চোখের খামে,
যেখানেতেই- হঠাত করে সন্ধ্যে আমার নামে,
যেখানেতে তোমার -ওই আলতো হাসির ছোঁয়া
যেখানেতে হারাই আমার- বেঁচে থাকার দোয়া ।
সেইখানেতে পায়ের নুপুর  বাজে রিনি-ঝিনি
সেইখানেতেই- নাকের নলক বলে তারে চিনি ।
ভাবতে লাগি মনে মনে- এ কোন ধ্বণির খেলা !
যেখানেতে- কাটে আমার সারা সারা বেলা  ।