তুমি না থাকলে গানের সুর
             যায় না বহুদূর...,
তুমি না থাকলে ওঠে না ঢেউ
          চুপ হয়ে যায় শত সমুদ্দুর ।
তুমি না থাকলে আকাশের তারা
          দেয় না হাতেই ধরা…,
তুমি না থাকলে এই খোলা আকাশ-
         চুপ হয়ে যায়, দেয় না কোনো সাড়া ।
       তুমি না থাকলে......, ওগো তুমি না থাকলে ।


    যদি বা তুমি কখনো আমার
  কণ্ঠ বীনার গানের সুরে  
                 যাও গো বহু দূরে …,  
      তখন হয়তো এ গান আমার
    শ্রাবন মাসের বৃষ্টির ধারায়  
                 পড়বে ঝরে ঝরে  ,
       ও গো পড়বে ঝরে ঝরে  ।


তুমি না থাকলে....,  
  ও গো তুমি না থাকলে পাহাড়ের পথ
        যায় না ঘুরে ঘুরে ,
  তুমি না থাকলে আবাদ জমি
         অনাবাদে ভাসে, আসে না ফসল সুরে...।


  ও গো তুমি না থাকলে পৃথিবীটা সেই-
               পাপেই যায় ভরে ,
  তুমি না থাকলে আকাশের রঙ-
              নীল হতে হতে- নীলিমা হয়ে পড়ে  ।


  যদি কখনো আমার -এ গান
ভরাতে পারে তোমারও প্রান
     তবে আবার আসো ফিরে...,
  ফিরলে তুমি- আছি গো আবার
সময় হল  আমারও যাবার
           তাই, অপেক্ষাতেই বসেই আছি তীরে...।


ওগো   তুমি না থাকলে  ডাকছে মরন-
                       আসছে ধীরে ধীরে  ।।