বেশ কিছুদিন ভাবছি আমি
বলব একটি কথা ,
'সময় নিতে পারবে কি তুমি!
আসবে পারবে যথা' ।
আচ্ছা তবে কোথায় ডাকি
সবুজ খোলা মাঠে ,
না কি তুমি আসবে সেজে
কলসি নিযে ঘাটে ।


এসো তবে নদীর ধারে ,
না, না , শিমুলতলায়-
আচ্ছা তবে তুমি বলো ,
'ব্যথা না কি গলায়' !
কি বলছো! বৃষ্টি হবে-
দুইটি দিন ধরে-
ব্যস্ত তুমি ! কি করছো-
আসবে হপ্তা পরে ।


না গো না ! এমনি বললাম
মনটা খারাপ তাই-,
আসলে্ পরে সবই বলতাম
'পেতাম একটু ঠাঁই' ।
আচ্ছা তবে রাখছি ফোন
সময় হলে করবো ,
কোথায় আর যাবো বল !
গরুর পালেই চরবো ।


নাঃ ,আজও হল না-
বুকেই শুধু ভয় !
‘তোমরাই বলো’ আজকে আমায়-
এমন কি প্রেম হয় ।
বুঝবো কেমন প্রেম বা ওটা
বাহানা শুধু ওর ,
না কি ছিল প্রেমিবেশি
খালাস্ করা চোর !


কি বলছো তোমরা সবাই
এইখানেতেই- থামি !
বন্ধ করি প্রেমের খেলা-
এইখানেতেই- আমি !
‘রাখরে তবে প্রেমিক সাজা !
এখন হ রে সোজা - ,
'নইলে পরে বুঝবি ঠেলা
পাবি তখন মজা’ ।