বন্ধু এখন থাক্ !
ডাক এসেছে ডাক ।
' দাও গো যেতে-',
               ওপার হতে -
‘সে আমার সোহাগ’, ।


পড়ল মনে আমার
‘-নইকো তবে থামার’ !
কেমন তবে-
          এ সোহাগ রবে-
এইখানেতে আবার !


মিলন তিথির রাতে
রেখোনা, -হাত হাতে ।
দাও গো যেতে-,
             আমায় পেতে-
থেকোনা আর সাথে  ।


ভুল বোঝোনা সখা
সবি তো রইলো রাখা !
তবে কেন !
            এ হেন-
আজকে আবার থাকা !


অনেক হলো বেলা
আর যে নয় খেলা...।
দাও গো যেতে ,
             এখান হতে-,
আর করো না মেলা   ।