কখনো তোমায় পাওয়ার আশায়
কখনো নিজের ঘরে
কখনো আবার অঘোর নিশায়
তোমার ঘরের দ্বারে-,
কখনো আবার শান্ত হাওয়ায়
সূর্য ডোবার পারে,
কখনো আবার বৃষ্টি ভেজা
নদীর ঘাটের ধারে-
চুপটি করে তোমার আশায়
একাই বসে থাকি ।
ভাবি তখন- তুমি আবার
ফাঁকি দিলে নাকি !


সকাল বেলা যখন ফুলের
গন্ধ ভাসাভাসি ,
যখন বনের মৌমাছিরা
করছে হাসাহাসি,
যখন আমি- এয়ারফোনে
রবির পাশাপাশি ,
হালকা আলোয় আবছা মনে-
স্মৃতির ঠাসাঠাসি -
তখন আমি একলা মনে
একাই বসে থাকি ।
ভাবি তখন- তুমি আবার
ফাঁকি দিলে নাকি !


পথের মাঝে হাঁক দিয়ে যায়
ভারের হেলায় দুলে -
একলা পথে যখন কোনো
ফেরিওয়ালার ছেলে ,
হঠাৎ কোনো পথিক যখন
ঠিক তখনই গেলে
' নেবে নাকি বাবু মশাই '
যখন পুছে ফেলে ,
ঠিক তখনো -একলা মনে
একাই বসে থাকি ।
ভাবি তখন- তুমি আবার
ফাঁকি দিলে নাকি !


রাখাল যখন গরুর পালে-,
যখন, হঠাৎ শুনি-
একলা মনে বটের নীচে
বাঁশির প্রতিধ্বণি ,
যখন কোনো 'ভানুর ছেলে'
হারিয়ে ফেলে বাণী,
ফেরার পথে রাখাল যখন
চালায় গোনাগুনি-,
ঠিক তখনোও- একলা মনে
-একাই বসে থাকি ।
ভাবি তখন- তুমি আবার
ফাঁকি দিলে নাকি !