আমি ফিরবো না আর ঘরে
ভালো-বাসবো না আর তোরে ,
আমি  সাদা সুতোয় গুঁথবো না আর
             ফুটলে ফুল ভোরে ।
  
আমি যাচ্ছি বহু দূরে
সে এক অচেনা অচিনপুরে -,
আমায়  ক্ষমা করো গাইবো না আর
                তোমার চেনা সুরে ,
       আমি ফিরবো না আর ঘরে ।


হঠাৎ যদি কভু তোমার
     কাল বৈশাখির ঝড়ে
বিকেল বেলা আবার যদি
     আমায় মনে পড়ে ,
দূর থেকে শুধু ভেবেই যাবে
     আমায় তোমার করে
সত্যি করেই বলছি আমি
      ফিরবো না আর ঘরে...।


যাবার বেলা উদাস মনে
      দাঁড়িয়ে থেকে দ্বারে-
ভাবলে কি আর হবে বলো
      তুমি বারে-বারে ,
পারো যদি এখন আমায়
      বেঁধে রাখো , ওরে –
সত্যি করেই বলছি আমি
      ফিরবো না আর ঘরে ...।