সদ্যোজাত কাহিনী এটা
একদম নয় বাসি,
সত্যি কথা- বলবো কি আর
পাচ্ছে আমার হাসি ।


যখন ভাবি তখন হাসি
যেন 'হাসির রানি',
সঠিক যখন-ভাবি তখন                                                                                                                                                         হতাম হয়রানি ।


হয়তো হবে মাসেক আগে-
বলছি! করো সবর- ,
আমার কাছে ! নয়তো বাসি,
নয়তো পচা খবর !


এমন কিছু ধরার-তলে
আছে ‘আজব লোক’
তাদের থেকেই সৃষ্টি এমন
হয়েছে নানান জোক  ।


শুনেছো কি এমন কথা !
শুনেছো এমন খবর !
বাইক চালিয়ে যেতে যেতে
ঘুমেই হয় বিভোর  ।


রাস্তা দিয়ে যেতে যেতে
আবার নাকি বেটা-
ঢুলিয়ে পড়ে, হয় যে আবার-!
ঘুমের মধ্যেই হাঁটা ।


শুনেছো কি এমন কথা !
শুনেছো এমন খবর !
ঘুমিয়ে ওটা, এটা জেগে-
মাথায়, সত্যি- গোবর !


ছিলোই ছিল! পোরাই ছিল
নয়তো আর কি !
ভাবছো নাকি ! তোমরা সবাই
করছি ইয়ার্কি  !


আরে না না, ভাবছো ভুল-
মারছি না যে চবর,
বলছি শোনো আরো একটা
না শোনা ফের খবর  ।


ইদানিং এক বাবুর যখন
পেত -খুবই শোষ,
শুনলে পরে সত্যি তুমি
হবেই হবে খোস ।


তেল গুলোকে ভাবতো জল
চিবিয়ে খেত আবার ,
তোমার আমার সবার কাছে
এটাই এখন ভাবার  ।


কেমন খেত কেমন যেত
কেমন করত লাজ’ব ,
সত্যি সত্যি সবার কাছে
ছিল খুবই আজব  ।