যদি হয় কুকুর বিড়াল
করে যায় সবই আড়াল,
   তাহাদের দুঃখ কষ্ট- কেউ দেখে না
                কেউ বোঝে না ।
যদি হয় মানুষ সে তো
          ভালোবাসায় যায় গো কেনা ,
তাহাদের দুঃখ কষ্ট কেউ দেখে না
                       কেউ বোঝে না  ।


যদি কেউ তাদের মরে
হরি নাম কেউ না ধরে
    তাহাদের মরা কান্না কেউ শোনে না
                        কেউ বোঝে না ।
যদি হয় মানুষ সে তো-
              মরা কান্নায় যায় গো চেনা ,
তাহাদের দুঃখ কষ্ট কেউ দেখে না
                        কেউ বোঝে না ।


তাহাদের ভালোবাসা
হয় গো নিরেট, হয় গো খাসা
      রাত্রি জেগেই পাহারা তাদের, কেউবা দেখে
                                   কেউ দেখে না ।
যদি হয় মানুষ, সে তো
               পায় গো সেলুট, হয় গো সেনা ,
তাহাদের দুঃখ কষ্ট, কেউ দেখে না
                           কেউ বোঝে না  ।


তারা ঠিক তাদের মত
এই দুনিয়ায় আছে যত ,
     তাহাদের নেই প্রসাশন , নেই কু-শাসন
                       নয় বা তারা  মালিকানা ,
     তাহাদের সকাল থেকে দিনটা কাটে
               আস্তাকুঁড়ে, হয় গো আবার খানা পিনা  ।
     তাহাদের দুঃখ কষ্ট, কেউ দেখে না
                                 কেউ বোঝে না  ।


হয় না তারা মানুষ তুল্য
তাই তাহাদের নেই মূল্য-,
   তাহাদের ভালোবাসার সতীয়ানা, কেউ বা বোঝে
                                           কেউ বোঝে না ,
   তাহাদের দুঃখ কষ্ট, কেউ দেখে না
                                   কেউ বোঝে না  ।