এই সকালে-, দেখতে দেখতে ফুলেরা ফুটেছে-,
পুবের কোণে সোনার রবি, আবার উঠেছে ।


তবু, আমার মৌমাছিরা- শান্ত কেন হঠাত-!
গুনগুন সুরে গায় না কেন ? করল বা কে ব্যাঘাত !
চারপাশটা শান্ত যে আজ-, শান্ত ও যে- আমি
সুখের ছোঁয়া পেতে আবার বলো কোথায় নামি ?
বাতাস’টাও শান্ত হল এদের দেখে দেখে-
একা একা গেছেই চলে- আমায় ফেলে রেখে ।
সারাটাদিন আজগুবি সব ভাবনা ভেবে, বুঝি-
এই ধরাতে আমি যে ভাই- বৃথাই শুধু খুঁজি ।


‘পাগল নাকি’-! বলবে আমায় শুনলে পরে লোকে
জানুক না ভাই, বলবো তবু আছি কেমন শোকে ।
সকাল থেকে- তুলসিতলা থাকে যেমন খালি
যেমন থাকে ফুল তুলতে- সকাল বেলার মালি ,
যেমন থাকে পাহাড় কোলে সকাল সকাল খরা
আমি তেমন পড়েই থাকি -শান্ত হলে ধরা ।
যখন থাকে উলোট-পালোট , আজগুবিতে ভর্তি
আমার মনে- বাক্য তখন গড়ে নানান মূর্তি ।
ভাবি তখন দেবো কখন, সময় হল দেবার-,
বৃথাই ভাবা, ভাবতে ভাবতে- শান্ত হতেম আবার ।