আজকে আমরা এই খানেতে দাঁড়িয়ে যদি বলি
‘নিজের রঙের রঙটি নিয়ে- খেলছি সবাই হোলি’ ।
বলবো তবে- বলছো ভুল, মোটেই সত্যি নয়
আসলে- ‘সবার শুকনো পাটে  বেকার অভিনয়’ ।
আগুন লাগা ! দূরের কথা-, লাগবে বা কেমন !
সবাই যদি পেট ফুলিয়ে ছন্দে ঘুমাই এমন ।
ওদের হাতে দেশকে দিয়ে বৃথাই জীবন গাঁথা
দেখবে একদিন ওরাই মিলে ভাঙ্গবে দেশের মাথা ।


দেশটা এখন তোমার, ওহে- জাগতে হবে তোমায়
থামলে তোমার চলবে না , হঠাৎ দাঁড়ি কমায়  ।
ভাবতে পারো !  আমরা সবাই দেশের নাগরিক
দেশকে গড়ি, নিজেই নাকি- ‘প্রধান কারিগরিক’
এই ভুলটি ভাঙ্গবে যেদিন-, জাগবে যেদিন সবাই
উল্টে সেদিন করবে তোমরা ওদেরকে ফের জবাই
আজকে তোমার অধিকার’টি কালকে হবে ওর
দেখবে তুমি- ‘ কি হারালাম ’ , ভাববে জীবনভর ।


‘আমরা আছি, পাশেই তোমার’! -একই সেই বোল
আসলে ওরা ‘ঢাকের কাঠি’ , ‘নামেই শুধু ঢোল’ ।
আসলে ওদের ঘোল খাওয়ানো যেন হাতের মোয়া,
ভাবছি আমি- তোমরা কেমন খেলছো বসে জোয়া !
এখন তোমরা না জাগলে করবে নিজেই ভুল-
গুনবে তখন বসে বসেই নিজের ভুলের মাশুল ।
‘ জাগতে হবে তোমায় ফের বাঁধতে হবে মুষ্টি
অন্ধকারে দেখবে এমন-  আনতে হবে দৃষ্টি ’ ।


ছ্যাঁকা ওদের লাগবে না, করবে না গো ভয়
ওদের কথা ছাড়ো তোমরা , ‘ওরা মানুষ নয়’ ।
আসলত্যে মানুষ রূপী - ‘ ওরাই বুনোওল ’ ,
কিংবা পাঁকেই লুকিয়ে থাকা মারণ দায়ি জিওল ।
আসলে ওদের কাজতো এটাই, ওটাই ওদের ধর্ম
যতই তুমি আপন ভাবো- কিংবা ঝরাও ঘর্ম-
বিফল হবে, যদি তোমরা এখন না হও সোজা
নুইয়ে যাবে, মিশবে ধূলোয়- তখন মুশকিল খোঁজা  ।